জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ ৩১ ডিসেম্বর

Somaponi

সুরমা মেইল. শিক্ষাঙ্গন : জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ ডিসেম্বর। ওই দিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।

বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক) জাকির হোসেন ভূইঞা ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এ দুটি পরীক্ষায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী অংশ নেয়।

অপরদিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এ দুটি পরীক্ষায় এবার মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com