জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানী লিমায় জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানী লিমায় জরুরি অবস্থা ঘোষণা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
তরুণ প্রজন্ম জেন জি-এর টানা বিক্ষোভে অস্থির হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (২১ অক্টোবর) এক টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘যুদ্ধ কথায় নয়, কাজে জেতা যায়।‘ তিনি আরও জানান, দেশজুড়ে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী রাস্তায় টহল দেবে এবং জরুরি অবস্থার আওতায় নাগরিকদের কিছু সাংবিধানিক অধিকার সীমিত করা হবে- বিশেষ করে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার।

 

পেরুতে বর্তমানে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ২০২৫ সালের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে চাঁদাবাজির ঘটনা ঘটেছে প্রায় ১৮ হাজার, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। হত্যাকাণ্ডের সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯০টি।

 

গত ১০ অক্টোবর পেরুর কংগ্রেস দুর্নীতি ও অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে। এরপর সংসদের স্পিকার হোসে জেরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, যিনি আগামী জুলাই পর্যন্ত দায়িত্বে থাকবেন।

 

সাম্প্রতিক দুর্নীতি ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জেন জি তরুণরা। গত সপ্তাহে প্রেসিডেন্ট জেরির পদত্যাগ দাবিতে হওয়া বিক্ষোভে সহিংসতায় একজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

এর আগে চলতি বছরের মার্চে সাবেক প্রেসিডেন্ট বোলুয়ার্তে সংগীতশিল্পী পল ফ্লোরেসের হত্যার পর একই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরও অপরাধ কমেনি। ওই হত্যাকাণ্ডের পেছনেও ছিল চাঁদাবাজদের হামলা।

 

Manual6 Ad Code

তবে প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন, ‘আমি পদত্যাগ করবো না।’

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code