সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫
‘ডার্টি পিকচার’ ছবিতে ‘সাহসী’ অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন পুরো বলি দুনিয়াকে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বলিউড ছাড়িয়ে এবার হলিউডের পথে হাটতে চলেছেন এ ‘ডার্টি পিকচার’ হিরোইন।
সম্প্রতি জেমস বন্ডের নায়িকা হওয়ার অফার পেয়েছেন বিদ্যা। পরিচালক আভা দু ভার্নে নাকি সরাসরি অফার করেছেন তাকে। এমন স্বপ্নের প্রস্তাবেও ব্যাকফুটে এ বলিউড সুন্দরী। কারণ তাঁর মেদবহুল শরীর। এই কিছুদিন আগেও তার ঢেউতোলা ফিগারে দিশেহারা ছিল সিনেপ্রেমিরা। কিন্তু বিয়ের পর ওজনটা একটু বেশিই বেড়েছে নায়িকার। এই ওজনই এখন হয়েছে বিদ্যার মাথা ব্যথার কারণ।
অস্কারের জন্য মনোনীত ছবি ‘সেলমা’র সৌজন্যে পরিচালক আভা- দি ভার্ন ও বিদ্যা বালানের পরিচয়। সম্প্রতি ‘মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ওই ছবিতে মহিলাদের ভূমিকা নিয়ে একটি আলোচনায় হাজির ছিলেন পরিচালক এবং নায়িকা দু’জনেই। সেখানেই আভা জানিয়েছেন, জেমস বন্ডকে নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তিনি। তখন বিদ্যার দিকে তাকিয়ে বলেন, ‘‘বিদ্যা তুমিই হবে আমার বন্ড ওম্যান।’’
ভারতীয় সৌন্দর্যের আইকন বিদ্যা বালান। সবকিছু ঠিকঠাক থাকলে বন্ড ওম্যান দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে এই আইকন সুন্দরীর। কিন্তু সবার প্রশ্ন একটাই। এই মেদবহুল ফিগার নিয়ে হলিউডের মত একটা বিরাট প্লাটফর্মে টিকতে পারবেন তো তিনি?
Design and developed by ওয়েব হোম বিডি