সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির লাইব্রেরী কক্ষের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে রাতব্যাপী ভোট গণনা শেষে শুক্রবার সকালে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে সভাপতি পদে ৮৩০ ভোট পেয়ে জয় লাভ করেছেন অ্যাডভোকেট একেএম শমিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আকতার হোসেন পেয়েছেন মাত্র ২১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম ২৪৮ ভোট পেয়েছেন। এছাড়াও ওই পদে অ্যাডভোকেট হোসেন আহমদ ২৩০, কামাল হুসেন-১০৬ ও বেলাল উদ্দিন-২১৫ ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে সহ-সভাপতি-১ পদে বিজয় অর্জন করেছেন অ্যাডভোকেট অশেষ কর। তিনি পেয়েছেন ৫৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আকতার বকত জাহাঙ্গীর ৩৯৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি -২ পদে অ্যাডভোকেট ওলি উল্লাহ মারুফ ৩৪০ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জহুরুল ইসলাম ৩২১ ভোট পেয়েছেন। এছাড়াও ওই পদে মো. আনোয়ার হুসেন পেয়েছেন ২৮৬ ভোট।
যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট জোবায়ের বখত জুবেল ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিলওয়ার হুসেন দিলু মাত্র ৪ ভোটের জন পরাজিত হয়েছেন। তিনি ৩৪৪ ভোট পেয়েছেন। এছাড়াও ওই পদে অ্যাডভোকেট জোহুরা জেসমিন ২৭০ ও অ্যাডভোকেট মো. ফজলুল হক মাত্র ৭১ ভোট পেয়েছেন।
লাইব্রেরী সম্পাদক পদে বিজয়ী হয়েছেন- অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর। তিনি ৪১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্যুৎ কুমার দাশ বাপন ৩৯৬ ভোট পেয়েছেন। এছাড়াও ওই পদে অ্যাডভোকেট মো. মাসুক আহমদ মহসিন পেয়েছেন ২২২ ভোট।
সমাজ বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আজাদ আহমদ। তিনি মোট ৪৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মো. খালেদ আহমদ জুবায়ের পেয়েছেন ২৭৫ ভোট। এছাড়াও ওই পদে অ্যাডভোকেট মাছুম আহমেদ পেয়েছেন ২৬৪ ভোট।
নির্বাচন কর্মকর্তা পদে অ্যাডভোকেট মো. কামারুজ্জামান ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মাহবুব হুসাইন ২৯১ ভোট পেয়েছেন। এছাড়াও ওই পদে অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী ২৬১ ভোট পেয়েছেন।
সহ-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দুই জন। তারা হলেন- অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি ও অ্যাডভোকেট জয়নুল হুসেন রুবেল। তাদের মধ্যে ফাহমি ৭৫৪ ভোট ও রুবেল ৪৪০ ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট ইমরান আহমদ ৪৩৮ ভোট ও অ্যাডভোকেট সাহেদ আহমদ ১২৬ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির লাইব্রেরী কক্ষের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। দিনব্যাপী ভোটগ্রহণকালে ১ হাজার ৬৪টি ভোট কাস্ট হয়েছে। সমিতির মোট ভোটের সংখ্যা ১ হাজার ৩৬৬টি। এবারের নির্বাচনে সিলেট জেলা আইনজীবী সমিতির ২১টি পদে প্রার্থী ছিলেন ৪৭জন।
Design and developed by ওয়েব হোম বিডি