জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু শ্রীঘর

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু শ্রীঘর

Manual3 Ad Code

download-(2)

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী হিরণ মাহমুদ নিপুকে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১৫ মে) রাত পৌনে ১১টার দিকে নগরীর বালুচর থেকে পুলিশ নিপুকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলামা সেলিমসহ কয়েকজন আহত হন। এছাড়া, সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে গিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিপুর বিরুদ্ধে। ওই প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও দায়ের করেছেন। এছাড়াও এমসি কলেজের জায়গা দখল ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে নিপুর বিরুদ্ধে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code