জেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ : পুলিশ সুপার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬

সুরমা মেইল ডটকম :: সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকালে সিলেট জেলা পুলিশ লাইন্সে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০১৬ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য সিলেট জেলা পুলিশের সকল সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য সর্তক থাকতে হবে।

তিনি এ বিষয়ে সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ সহ সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com