সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৯টা থেকে সিলেট বিভাগের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) জেদান আল মুসা জানান, সিলেট নগরীর মদনমোহন কলেজ এবং দক্ষিণ সুরমার ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হচ্ছে। এ সব কেন্দ্রে অনেক ভোটার উপস্থিত হয়েছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, প্রতিটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে দুইজন এএসআই ও ৫ জন কনস্টেবল ও ১৭ জন আনসার সদস্য মোতায়ন রয়েছে। এছাড়াও সাদা পোষাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে।
সিলেট বিভাগে ৪ জেলায় চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ মুশফিকুর রহমান চেয়ারম্যান হিসেবে এরই মধ্যে নির্বাচিত হয়েছেন। ৪ জেলায় সাধারণ সদস্য পদে ৩৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিভাগে ৪ হাজার ৭শ’ ৯১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, সিলেট জেলায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ জেলায় সব মিলিয়ে ১ হাজার ৪শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিলেট জেলায় ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তবে, এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে।
সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যক্ষ ড. এনামুল হক সরদার (কাপ পিরিচ), জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটর সাইকেল)। এই জেলায় ১নং ওয়ার্ড ছাড়া সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, নির্বাচনী পরিবেশ অনেক ভালো।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি