জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে সিলেটে শুরু হচ্ছে তথ্যমেলা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে সিলেটে শুরু হচ্ছে তথ্যমেলা

সুরমা মেইল ডেস্ক :: তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, সিলেট এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের উদ্যোগে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মাদ আলী জিমনেশিয়ামে মঙ্গলবার (২০ ডিসেম্বর) ও বুধবার (২১ ডিসেম্বর) দু’দিনব্যাপী তথ্যমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান ২০ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এস এম রোকন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

মেলায় সিলেটের জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের সেবা সংক্রান্ত তথ্য জনগণকে জানাবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল আয়োজন সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com