জেলে যাচ্ছেন রণবীর!

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

জেলে যাচ্ছেন রণবীর!

বিনোদন ডেস্ক :: অভিনয়ের জন্য অভিনেতাদের কত ঝক্কিই যে পোহাতে হয়! সঞ্জয় দত্তর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ফিল্ম। রাজকুমার হিরানি পরিচালিত সেই ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন তিনি। নিজের স্বাস্থ্যকে সঞ্জয়ের ভারি চেহারার অনুরূপ করে তোলার জন্য ইতিমধ্যেই ১৩ কেজি ওজন বাড়িয়েছেন নিজের। এবার কারাবাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এক সপ্তাহ ভোপাল জেলে কাটাতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

আসলে যার ভূমিকায় তিনি অভিনয় করছেন, সেই সঞ্জয়ও যে বেআইনি অস্ত্র রাখার অপরাধে বছরখানেকের কারদণ্ড ভোগ করেছিলেন। সঞ্জয় অবশ্য ভোপালে নয়, একবছর কাটিয়ে ছিলেন পুনের ইয়েরওয়াড়া জেলে। সেই কারাবাসের অভিজ্ঞতা ঠিক কেমন, সেই বিষয়ে চক্ষুকর্ণের বিবাদভঞ্জনের উদ্দেশ্যেই একটা সপ্তাহ জেলে কাটাতে চলেছেন রণবীর। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল। তিনি সঞ্জয়ের পিতা সুনীল দত্তর ভূমিকায় অভিনয় করছেন। মণীশা কৈরালা অভিনয় করছেন সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায়।

সোনম কপূর সঞ্জয়ের প্রথম জীবনের প্রেমিকা, এবং ভিকি কৌশল সঞ্জয়ের এক প্রবাসী বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন। অনুশকা শর্মাকে এই ফিল্মে দেখা যাবে এক সাংবাদিক রূপে।

সূত্রের খবর, এই ফিল্মের জন্য প্রায় ২০০ ঘণ্টার আলাপচারিতায় রাজকুমার হিরানিকে নিজের জীবন সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিয়েছেন সঞ্জয়। সেই আলাপচারিতা ভিডিও রেকর্ডিং করেও রাখা হয়েছে। মূলত সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবির নাম এখনও স্থির হয়নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com