জোট ভাঙার চেষ্টা করছে আ.লীগ : ফখরুল

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

জোট ভাঙার চেষ্টা করছে আ.লীগ : ফখরুল

fokrul

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।গত বৃহস্পতিবার নিজেদের কাউন্সিলে বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোট। একই দিন ঐক্যজোটের একাংশের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, তাঁরা বিএনপির জোটে থাকছেন।ঐক্যজোটের বিএনপি-জোট ছাড়ার ঘটনার দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে দেখলে মনে হয়, রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া না হলে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com