সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত দখলের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। গুরুত্বর অবস্তায় ২জনকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষের আহতরা হলেন- উপজেলার নিজপাট ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে নুর হোসেন (৫০), আনোয়ার হোসেন (৩৫), রাজু আহমেদ (১৫), দেলোয়ার হোসেন (৩০)।
স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটে। উপজেলার গৌরীশংঙ্কর গ্রামের লুৎফুর রহমান লুতু মিয়ার ছেলে ময়নুল ইসলাম (৩০), হেলাল আহমদ (৩৫), এরশাদ আলী (১৮),আব্দুস শুকুর (২২) জাকির হোসেনের নেতৃত্বে হামলা হয় বলে আহতরা অভিযোগ করেছেন। আহত নুর হোসেন জানান, হামলাকারীরা শুধু তাদের উপর হামলা করে ক্ষান্ত হয়নি তাদের বাড়ীঘর ভাংচুর করে ও লুটপাট চালায়। এ ব্যাপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৮জনের নাম উল্লেখ করে এবং ৫/৭ জনকে অজ্ঞাত রেখে হামলা ও লুটপাঠের ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Design and developed by ওয়েব হোম বিডি