সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের জৈন্তাপুরে পাথার ভাঙ্গার টমটম মেশিন স্থাপন করেতে গিতে মেশিনের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হন ১ ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ২জন।
নিহত আমির হোসেন উপজেলার ২নং লক্ষীপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে আমির হোসেন (৩২)।
আহতরা হলেন, জিয়াউল ইসলাম স্বপন (৩৪) মুফিজুল ইসলাম (৩৬) তারা একই গ্রামের বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ২৫ জানুয়ারি সোমবার রাত ২টার দিকে মফিজ মিয়ার বাড়ীর সামনে পাথার ভাঙ্গার টমটম মেশিন স্থাপন করতে গেলে গার্ডার ভেঙ্গে নিহত হন তিনি। ঘটনার পর এলাকাবাসী ফেলুডার মেশিনের সহায়তায় নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। গুরুত্বর আহত জিয়াউল ইসলাম স্বপন, মুফিজুল ইসলামকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার প্রেরণ করি। তারা লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন। লাশ আমাদের কাছে রেখেছি। ডিএম এর অনুমতি পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান ওসি।
Design and developed by ওয়েব হোম বিডি