সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে দুই সহযোগীসহ হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটক অন্যরা হলেন- নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১) ও চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫)।
আটক হাবিবুর রহমান বর্তমানে সিলেট নগরীর মেজরটিলা মুগিরপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কের ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে অভিযান চালায়। এসময় একটি কালো রংয়ের প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) থামিয়ে তল্লাশী চালিয়ে তিন বোতল বিদেশী ব্রান্ডের মদ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, তিনজনকে আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে মঙ্গলবার তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/জেআই)
Design and developed by ওয়েব হোম বিডি