জৈন্তাপুরে দুই স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬

জৈন্তাপুরে দুই স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

yyyy

সুরমা মেইল নিউজ : জৈন্তাপুরে দুই স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে দরবস্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই স্কুলছাত্রী হলেন- কানাইঘাট উপজেলার দূর্গাপুর হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী ইমরানা বেগম (১৫), এবং জৈন্তাপুর উপজেলার পূর্বলক্ষী প্রসাদ গ্রামের স্কুলছাত্রী রসনা বেগম (১৪)। সম্পর্কে তারা একে অপরের খালা-ভাগনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিএনজি অটোরিকশাযোগে বোনের বাড়িতে যাওয়ার পথে দরবস্ত ইউনিয়ন পরিষদের সম্মুখে অটোরিকশা থেকে ইমরানা বেগম পড়ে যায় এবং অপরজন গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে সিএনজি অটোরিকশা স্টেশনে নিয়ে আসেন। তাৎক্ষণিক বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়। তিনি দ্রুত চিকিৎসার জন্য জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয়রা তাদেরকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে। ঘটনার সংবাদ পেয়ে দূর্গাপুর স্কুলের সহকারি শিক্ষক বিকাশ কুমার দাশ এবং সাধান কুমার জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটে আসেন এবং তাদের স্কুলের শিক্ষার্থী বলে সনাক্ত করেন।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির এবং অফিসার ইনচার্জ (তদন্ত) জালাল উদ্দিন, এসআই মিন্টু চৌধুরী, দরবস্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল আহমদ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, কি করনে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছেনা। তবে ধারনা করা হচ্ছে ফ্রুটো আমের জুসের মধ্যে কোন বিষক্রিয়া থাকতে পারে। অধিকতর তদন্তের জন্য লাশ ২টি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ধারণা করছে জুস পান করায় খাদ্যবিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। আলামত হিসেবে ফ্রুটো আমের জুসের বাকী অংশ সংরক্ষণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com