জৈন্তাপুরে বাউরীটিলাবাসীর মানববন্ধন : কঠোর কর্মসূচীর হুমকি

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মে ২২, ২০১৭

জৈন্তাপুরে বাউরীটিলাবাসীর মানববন্ধন : কঠোর কর্মসূচীর হুমকি

Manual1 Ad Code

শুয়েব উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি :: ১৯৪২ সাল হতে ভোগ দখলীয় বাউরীটিলা ভূমিতে হতে উচ্ছেদের নামে লালাখাল চা-বাগান কর্তৃক বাগন ক্ষতিসাধন এবং দখল না ছাড়ার দাবীতে ক্ষতিগ্রস্থ ৪৩ পরিবারে মানব বন্ধন পালন করেছে।

Manual4 Ad Code

সোমবার (২২ মে) উপজেলার চারিকাটা ইউনিয়নের চতুল উত্তর বাজারে বিশাল মানববন্ধন পালন করে।

ক্ষতিগ্রস্থ বাউরীটিলাবাসীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা দেবেশ রঞ্জন কর এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুলতান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- চারিকাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মনির আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা জাকারিয়া আহমদ, ইউপি সদস্য বাউরী টিলা আন্দোলনের অন্যতম সংগঠক হাজির আলী, সমাজসেবী আলতাফ হোসেন বেলাল, মামুন আহমদ, জামাল উদ্দিন, অলিউর রহমান অলি, আব্দুস সালাম, শওকত আলী, মাহমুদ আলী, শামীম আহমদ, আলম মিয়া, সূর্যমনি প্রমুখ।

Manual5 Ad Code

“ভূমি খেকো লালাখাল চা-বাগান কর্তৃপক্ষ আমাদেরকে মারলে ও মারিলেও তারপরও আমাদের পূর্ব-পুরুষের দখলীয় জমি বাউরীটিলা আমাদেরকে দাও” “লালাখাল চা-বাগানের হয়রানী হতে আমরা বাঁচতে চাই, জান দেব তবুও বাউরীটিলা ছাড়ব না” “লালাখাল চা-বাগানের দৌরাত্ব হতে আমরা বাঁচতে চাই” শ্লোগানে মানব বন্ধন পালন করে।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪২ সন হতে তারা বাউরীটিলা ভোগ দখল করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। সম্প্রতি ২০১৬সনে লালাখাল চা বাগান কর্তৃপক্ষ উচ্ছেদের নামে পেশী শক্তির জোরে প্রায় ২কোটি টাকার ফলজ বনজ ও কৃষিজ ফসল ধ্বংস যজ্ঞ চালিয়ে বিনষ্ট করে। এনিয়ে বহু জাতীয় স্থানীয় পত্রিকাসহ ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। শান্তিপ্রিয় বাউরীটিলাবাসী পেশি শক্তি এবং মামলা হামলার ভয়ে মুখোমুখি হয়নি।

মানব বন্ধনকারীরা দাবী করেন, লালাখাল চা-বাগান কর্তৃপক্ষ সরকারে নিকট হতে ১৩১৭.৩৪ পয়েন্ট ভূমি বন্দবস্ত গ্রহন করে তারা অবৈধ ভাবে প্রায় ২ হাজারের অধিক একর ভূমি দখল নিয়েছে। এছাড়া ৪৯, ৫২, ৫১নং জে.এল এর প্রায় ১৫শত একর ভুমি সহ বিরুধপূর্ণ ৫৫নং জে এল এর ১৫০একর ভূমির মধ্যে ১৩৫একর ভূমি বন্দোবস্থ গ্রহন করে। সরকারকে তথ্য গোপন করে ৫০নং জে এল এর ৭শত একর ভূমি বিনা বন্দোবস্ত নিয়ে তারা অবৈধভাবে দখলে রাখে এবং রাজস্ব ফাঁকি দিচ্ছে।

Manual1 Ad Code

বিধি মোতাবেক বাগান কর্তৃপক্ষ ১সনা রাজস্ব পরিশোধ করবে এছাড়া প্রাকৃতিক দূর্যোগে কিংবা অন্য কোন কারনে বাগানের ক্ষতি সাধিত হলে, সে ক্ষেত্রে ২বৎসর পর্যন্ত এক সাথে রাজস্ব পরিশোধ করতে পারবে। লালাখাল চা-বাগান কর্র্তৃপক্ষ বছরের পর বছর সরকারের রাজস্ব ৩২লক্ষ ৬৭হাজার টাকা পরিশোধ না করে কিভাবে আমাদেরকে উচ্ছেদ করে? আমাদের দাবী বাগান কর্তৃপক্ষ আমাদের যে অপুরনীয় ক্ষতি সাধন করেছে তা অভিলম্বে পরিশোধ এবং আমোদের উপর নির্যাতন হুমকী ধকমী বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের পূর্ব-পুরুষ হতে দখলীয় বাউরীটিলার এক ইঞ্চি ভূমি কোন অবস্থায় দখল ছাড়ব না।

এছাড়া সরকার আমাদের মধ্যে বাউরীটিলার ভূমি ফেরত না দেয় তা হলে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধসহ জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস ঘোরাও সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে জানান ৪৩ পরিবারের আন্দোলন কারীরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code