জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া চোরাই মোটরসাইকেল বহণকারী একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।

 

শনিবার (১১ জানুযারি) গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত থেকে ডিআই পিকআপ করে ভারতীয় চোরাই মোটরসাইকেল নিয়ে সিলেট শহরের দিকে নিয়ে আসার সময় পুলিশ তাদের আটক করে। এসময়  ডিআই পিকআপও জব্দ করা হয়।

 

রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।

 

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com