সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া চোরাই মোটরসাইকেল বহণকারী একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জানুযারি) গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত থেকে ডিআই পিকআপ করে ভারতীয় চোরাই মোটরসাইকেল নিয়ে সিলেট শহরের দিকে নিয়ে আসার সময় পুলিশ তাদের আটক করে। এসময় ডিআই পিকআপও জব্দ করা হয়।
রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মামলা দায়েরপূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।
(সুরমামেইল/এমএস)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি