জৈন্তাপুরে যুব সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

জৈন্তাপুরে যুব সম্মেলন অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধ :
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী)  বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রিয়াজ আহমেদের সভাপতিত্বে ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলামের উপস্থাপনায় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সিলেট জেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমীর মাওলানা গোলাম কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সিলেট জেলা শাখার সেক্রেটারী নাজমুল হাসান শিকদার, জৈন্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিক আহমদ।

 

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চারিকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

সম্মেলনে সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিনকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা নূর উদ্দিনকে সেক্রেটারী মনোনীত করে যুব বিভাগ জৈন্তাপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com