সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত উপজেলা কমপ্লেক্স হলরুমে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা ফিল্ড সুপারভাইজার মঈনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী।
এ সময় প্রধান অতিথি প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ রফিকুল ইসলাম রায়হান, দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওঃ ডালিম আহমদ, উপজেলার মডেল কেয়ারটেকার হাফিজ মুখতার আহমদ, হাফিজ শাব্বির আহমদ, গণশিক্ষা শিক্ষক হাফিজ নূরুর রহমান, গণশিক্ষা শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন, হাফিজ রাকিবুল ইসলাম রাজন, মাওঃ হেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৫ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলার প্রতিটি উপজেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায়ও ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(সুরমামেইল/জেআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি