জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত জমির আহমদ (২৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসকরা।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ পর্যন্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্যসামগ্রী আনতে বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়াদের পান-সুপারির জুম নষ্ট করায় খাসিয়ারা প্রায় সময় তাদের তাড়া করে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের সুরতহাল প্রস্তুত করে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com