সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : শুধু ২০ দলীয় জোটই নয়, বিএনপিও ভেঙে যাবে বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের নব নির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌমন্ত্রী। আদর্শ বিহীনভাবে কোন ঐক্য হতে পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত, একাত্তরের খুনী, পঁচাত্তরের খুনী আর কিছু মুক্তিযোদ্ধা মিলে কোন ঐক্য হতে পারে না। যার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং যারা ঐক্যবদ্ধ হয়েছিল তাদের ভাঙন আবশ্যম্ভবী। এমনকী বিএনপিও ভাঙবে, ২০ দলও ভাঙবে। তিনি আরো বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে ব্যর্থ হয়েছে আর সে কারণেই তাদের ২০ দলীয় জোট ভাঙবে। নৌমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরে সাড়ে ১১হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র চৌধুরী নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
Design and developed by ওয়েব হোম বিডি