সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হবে না বলে। তিনি বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আজ বুধবার বিকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি তেলে আগের দেয়া সব ভর্তুকি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ধার-দেনা শোধ হওয়ার পর দাম কমানো হবে। ভর্তুকি দিয়ে জ্বালানি তেল বিক্রি করতে বিপিসির ঋণের ১৫-১৬ হাজার কোটি টাকা শোধ করা এখনও বাকি আছে বলে জানান তিনি। জ্বালানি তেলের দাম কমানো হলে মানুষ গ্যাস ব্যবহার কম করবে। তখন শিল্প কারখানায় গ্যাস দেয়া যাবে সংসদ সদস্য হাজি সেলিমের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যখন বিশ্ববাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল, তখন আমরা ভর্তুকি দিয়ে ডিজেল বিক্রি করেছি। তখন তো কেউ বলেননি, আমরাও ডিজেলের দাম বাড়াই। তিনি বলেন, এখন পেট্টোলিয়াম কর্পোরেশন আয় করে লোন শোধ করছে। ৩৮ হাজার কোটি টাকা লোন। ভ্যাট ও শুল্ক বাকি রয়েছে। ১৫-১৬ হাজার কোটি টাকা শোধ করার অপেক্ষায়। এসব ধার-দেনা শোধ করলে প্রয়োজনবোধে দাম কমানো হবে। দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়ে নাটোর-২ আসনের সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজসহ নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ মালামাল জব্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। দেশে আইএস নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে ইসলামের নামে কিছু সংগঠন জঙ্গিবাদী কর্মকান্ড পরিচালনা করছে। আওয়ামী লীগ সরকার যেকোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাস করে। যেকোনো জঙ্গিবাদকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক সমূহের আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য যাচাই করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণসহ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরেকজন সাংসদের প্রশ্নে জবাবে বলেন, বিদেশি পর্যটকদের কাছে দেশের সব জেলার ব্রান্ডিংয়ের জন্য তৃণমূলের প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি