সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫
সুরমামেইল. স্পোর্টস ডেস্ক : টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টানা দুই ওয়ানডেও হার। আর এ ম্যাচ হারলে ওয়ানডে সিরিজও হেরে যাবে শ্রীলংকা। এমন সমীকরণকে সামনে রেখে তৃতীয় ম্যাচ খেলতে নেমে জয়ের দেখা পেলো সফরকারী শ্রীলংকা। নেলসনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ম্যাথিউস বাহিনী।
টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতের ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৭৬ রান জমা করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান আসে কিউই এই অধিনায়কের ব্যাট থেকে।
নিউজিল্যান্ডের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশান এবং দানুশকা গুনাথিলাকার ব্যাটের উপর ভর করে উড়ন্ত সূচনা পায় শ্রীলংকা। ৪৫ বলে সাত চার আর চার ছক্কায় ৬৫ রান করে সাজঘরে ফেরেন গুনাথিলাকা। এরপর লাহিরু থিরিমান্নের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন দিলশান। তবে সেঞ্চুরির দিকে এগোতে থাকা দিলশানকে সেঞ্চুরি বঞ্চিত করেন রস টেলর। ৯১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।
তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান থিরিমান্নে এবং দিনেশ চান্দিমাল। থিরিমান্নে ৮৭ আর চান্দিমাল ২৭ রান নিয়ে অপরাজিত থাকেন। এ জয়েও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলো সফরকারী শ্রীলংকা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি