জয়ের সঙ্গে রেকর্ডও জকোভিচের

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

জয়ের সঙ্গে রেকর্ডও জকোভিচের

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথমবারের মতো এই শিরোপা জয়ের সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেললেন তিনি। টানা চারটি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালেন বিশ্বসেরা তারকা।

টেনিসে দীর্ঘ দিন প্রতাপ দেখিয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। কিন্তু তারা যে রেকর্ডটি করতে পারেননি, সেটি করে দেখালেন জকোভিচ। ১৯৬৯ সালে রড লেভারের পর এই প্রথম কোনো টেনিস তারকা টানা চার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এ নিয়ে মোট ১২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন জকোভিচ।

Manual1 Ad Code

রোববার শিরোপার লড়াইয়ে শুরুটা ভালো করেছিলেন মারে। প্রথম সেট জিতে নিজের শক্তির জানান দিয়েছিলেন। তবে পরের তিনটি সেটে বিশ্বের এক নম্বরের সামনে দাঁড়াতে পারেননি মারে ইংলিশ তারকা। প্রথম সেট হেরে দুরন্ত প্রত্যাবর্তন করেন জকোভিচ। চার সেটের (৩-৬,৬-১,৬-২,৬-৪) লড়াই জিতে প্রথমবার ফরাসি ওপেন জেতেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code