জয় দিয়েই মিশন শুরু মিরাজ বাহিনীর

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

জয় দিয়েই মিশন শুরু মিরাজ বাহিনীর

ICC-Under

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর ৭৩, জয়রাজ শেখের ৪৬ ও পিনাক ঘোষের ৪৩ রানের সুবাদে ৭ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ। জবাবে লিয়াম স্মিথের সেঞ্চুরির পরও ৮ বল বাকি থাকতে ১৯৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ এনে দেয়ার কথা বলে মিরাজরা স্বপ্ন দেখাচ্ছেন বেশ কিছুদিন ধরে। শুধু মুখের কথায় নয়, বিশ্বকাপের প্রস্তুতিতেও তার প্রমাণ মিলেছে। মূল পর্বেও সেই ধারা অব্যাহত থাকল। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভ সূচনা করেছে মিরাজ বাহিনী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com