সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও প্রায় ২৩ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরেফিন।
তিনি জানান, নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ।
নিহতদের মধ্যে ১২ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ভাণ্ডারিয়ার সুমাইয়া (৬), তারেক (৪৫), ছালাম মো. (৬০), শাহিন মো. (২৫), রহিমা বেগম (৬০) ও আবুল কালাম, চর বোয়ালিয়ার আব্দুল্লাহ (৮), মেহেন্দিগঞ্জের রিপা মনি (২) ও আয়বিন আহমেদ (২২) এবং রাজাপুরের নয়ন (১৬), খুশবু (১৯) ও খাদিজা বেগম (৫৫)।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রায় ২৩ জনের মতো আহত হয়েছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, ভান্ডারিয়া থেকে বাসটি প্রায় ৫০ জনের মতে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি