ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ সিসিক, ভেঙে ফেলারও হুমকি

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬

ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ সিসিক, ভেঙে ফেলারও হুমকি

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে এবার ‘অ্যাকশনে’ নামছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হবে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সকল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সিসিক সূত্র জানায়- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের দিয়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা সিলেট নগরীর ৩২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। এ ভবনগুলো খালি করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হলেও মালিকরা তাতে কর্ণপাত করেনি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই লোকজন বসবাস করছেন। যেসব সরকারী ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল তাতেও চলছে দাপ্তরিক কাজ।

গত বুধবার সিলেটসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। এর ফলে ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে সিলেট সিটি কর্পোরেশন’র কর্তৃপক্ষ আবারও নতুন করে নোটিশ জারি করেছে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে। নির্ধারিত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করার নির্দেশ দেয়া হয় অন্যতায় ভবন খালি করা না হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলারও হুমকি দেয়া হয়।

এছাড়া সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদেরও মার্কেট খালি করার নোটিশ দেয়া হয়েছে। ওই মার্কেটে প্রায় ৩৫০টি দোকান রয়েছে। আগামী একসপ্তাহের মধ্যে মার্কেট খালি করে অন্যত্র সরে যেতে সিসিক’র পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরে না গেলে সিটি কর্পোরেশন ‘অ্যাকশনে’ যাবে বলে সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান- শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে নগরীর ৩২টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে বাসা-বাড়ি ছাড়াও রয়েছে কালেক্টরেট ভবন-৩, এসএ রেকর্ড রুম, কাস্টমস ও ভ্যাট অফিসসহ কয়েকটি সরকারী ভবন। বারবার নোটিশ দেয়ার পরও সংশ্লিষ্টরা ভবনগুলো খালি না করায় এবার সিটি কর্পোরেশন কঠোর হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com