ঝড়ের আঘাতে বিপর্যস্ত সিডনি

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৫

ঝড়ের আঘাতে বিপর্যস্ত সিডনি

Jhor

 

সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়ার সিডনিতে ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ২শ কিলোমিটার ছিল। বুধবার সকালে দিকে আঘাত হানা এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত ২৫ টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। খবর বিবিসির।

প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কুরনেলের বাতাসের গতিবেগ ছিল সবচেয়ে বেশি। নিউ সাউথ ওয়েলস আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ে এ এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৩ কিলোমিটার। কুরনেলের এক বাসিন্দা ভয়ে অসুস্থ হয়ে পড়েন এবং আরো একজন মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, মালবাহী ট্রেন যাওয়ার সময় যে ধরণের শব্দ হয় ঠিক একই ধরণের শব্দ হচ্ছিল ঝড়ের সময়। এখানে ২শ ১৩ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। তিনি স্কাই নিউজকে বলেন, ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অনেক গাছপালা ভেঙে পড়েছে এবং বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি সড়কে বন্যা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com