টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

images-2স্পোর্টস ডেস্ক :: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। আর ইংলিশ অধিনায়ক জস বাটলার স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২-৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে অবশেষে খেলছেন নাসির হোসেন। প্রথম ম্যাচের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের পর তার একাদশে না থাকা নিয়ে সমালোচনার ঝড় উঠে। যার ফলস্বরূপ রবিবার দ্বিতীয় ম্যাচটিতে তাকে মোশরারফ হোসেন রুবেলের পরিবর্তে দলে ডাকা হয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ প্রায় জেতা ম্যাচটি ২১ রানে পরাজিত হয়। শেষ ১৭ রান সংগ্রহ করতেই হারায় ৬ উইকেট। লোয়ার অর্ডারে কোন ব্যাটসম্যানই ক্রিজে স্থির হতে পারেননি। যার ফলে ক্রিকেটবোদ্ধারা মনে করেন যে এই পরিস্থিতিতে যদি নাসির দলের একাদশে থাকত তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

এছাড়া মোশরারফের বাজে পারফরম্যান্সও হতাশ করেছে দলকে। বোলিংয়ে ছিলেন অনুজ্জ্বল। আর ফিল্ডিংয়েও করেছেন দুটি ক্যাচ মিস। সব মিলিয়ে সকলেই চাইছেন ‘দ্য ফিনিশার’ খ্যাত নাসির দ্বিতীয় ম্যাচে মাঠে নামুক।

পরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন একেবারে মাঠে গিয়েই দলের একাদশ নিশ্চিত করবেন। আর তাদের চিন্তায় মোশররফের পরিবর্তে নাসির রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ

ইংল্যান্ড স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জ্যাক বল, বেন ডাকেট, মঈন আলী, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, ক্রিস ওকস

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com