টস জিতে ব্যাটিংএ টাইগাররা

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৫

টস জিতে ব্যাটিংএ টাইগাররা

toss

সুরমা মেইল : শেষের শুরুটা ভাগ্যের সহায়তা দিয়েই শুরু হলো বাংলাদেশ অধিনায়ক মাশরফির। প্রথম টি২০’র মত দ্বিতীয় টি২০তেও টস জিতলেন টিম বাংলাদেশ অধিনায়ক এবং প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রথম টি২০তে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন মাশরাফি। আমন্ত্রিত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে অবশ্য বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন। শেষ পর্যন্ত ম্যালকম ওয়লারের রেকর্ড হাফ সেঞ্চুরির ওপর ভর করে ১৩১ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রথম টি২০ ম্যাচটিতে।

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্যই নয় শুধু, আগামী বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা শেষবারের মত ঝালিয়ে নেয়ার কাজটিও করে নেবেন মাশরাফি। সে উদ্দেশ্যে টস জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। যাতে করে রান তাড়া না করার চাপমুক্ত থেকে ব্যাট করে যেতে পারেন তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com