সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
স্পোর্টস ডেস্ক : সুপার টেন পর্বের লড়াই শুরু করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচটিতে টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে মাশরাফি বাহিনী। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টিভি।
এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে নয়টি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে সাতটি টি২০ ম্যাচেই হেরেছে টাইগাররা। কিন্তু দু’দলের সর্বশেষ দুই সাক্ষাতেই জয়ের স্মৃতি বাংলাদেশের দখলে। অর্থাৎ গত এক বছরে দুইবার টি২০তে মুখোমুখি হয়ে দুটোতেই জয় তুলে নেয় মাশরাফিরা। সেই জয়ের ধারা বজায় রাখার মিশন টাইগারদের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিথুন, মাশরাফি, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও আল আমিন।
পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, শারজীল থান, মোহাম্মাদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।
Design and developed by ওয়েব হোম বিডি