টাইগারদের জন্য বিশেষ বিমান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

টাইগারদের জন্য বিশেষ বিমান প্রধানমন্ত্রীর

pm_BD_sm_121826314_2

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে তিনি এ কথা জানান। এশিয়া কাপ শেষ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দিবে বাংলাদেশ। আগামী ৭ ও ৮ মার্চ দিল্লী থেকে ধর্মশালায় বিমানের কোনো ফ্লাইট নেই। বাংলাদেশ থেকেও নেই। সেখানে যেতে হলে দিল্লী থেকে সরাসরি বাসে যেতে হবে, এতে সময় লাগবে ১১ ঘণ্টা। যেটা ক্রিকেটারদের জন্য ক্লান্তিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সমস্যার কথা বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সব কিছু শুনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, দরকার হলে বাংলাদেশ ক্রিকেট দলকে ভাড়া করা নিজস্ব বিমানে ঢাকা থেকে ধর্মশালা নিয়ে যাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com