টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: মাত্র শেষ হলো ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াটওয়াশ হলো বাংলাদেশ।

প্রায় আড়াই বছর পর এমন ধবল ধোলাই খেলো তামিম-মাশরাফিরা।

তাই পেছন ভুলে আগামী সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন মুখ হিসেবে চার-ছক্কার টি-টোয়েন্টিতে দেখা মিলবে তাইজুল-শুভাগত হোমের।

শনিবার নিউজল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত স্কোয়ার্ড থেকে বাদ পড়েছেন তানভীর হায়দার, মেহেদী মিরাজ ও মুশফিকুর রহিম। দলে ফিরেছেন সৌম্য সরকার ও স্কোয়াডে থেকেও কোন ওয়ানডে না খেলা পেসার রুবেল হোসেন। মুশফিকের পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পাওয়া নুরুল হাসান সোহান আসেন যথারীতি।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায় ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com