সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২
খেলাধুলা ডেস্ক :
টাইব্রেকারে জিতে এএইচএফ কাপ হকির মুকুট ধরে রাখল বাংলাদেশ। রোববার ফাইনালে ওমানকে টাইব্রেকারে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এ নিয়ে টানা চার আসরে শিরোপা জিতল বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে বাংলাদেশ গোল করে লিড নেয়। সোহানুর রহমান সবুজের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় তারা। কিন্তু বেশি সময় গোল ধরে রাখতে পারেনি গোবিনাথনের দল। ১৯ মিনিটে আল ফাহাদের গোলে সমতা আনেন ওমান। পরের দুই কোয়ার্টারে ওমানের রক্ষণে কয়েকবার হানা দিয়েও বাংলাদেশ গোল করতে ব্যর্থ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুট আউটে।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন ফরহাদ হোসেন শিতুল। ওমানও নিজেদের প্রথম শটে গোল পায়। সোহানুর রহমান সবুজ দ্বিতীয় শটে গোল করেন। ওমানের দ্বিতীয় শটে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর অ্যাটাকারকে বাধা দিলে আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের বাশি বাজান। পেনাল্টি স্ট্রোক থেকে ওমান আবার সমতা আনে।
তৃতীয় শটে দুই দলই গোল করে। চতুর্থ শটে বাংলাদেশের নাইম গোল করলেও ওমানের অ্যাটাকার গোল করতে পারেননি। বাংলাদেশের গোলরক্ষক কুজুর তাকে বাধা দিচ্ছিলেন ঘুরে গিয়ে শট নিতে গিয়ে তিনি বাইরে মারেন। বাংলাদেশের পঞ্চম শটটি নিতে আসেন পুষ্কর ক্ষিসা মিমো। এই শটে গোল করেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি