টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

download (4)

স্পোর্টস ডেস্ক : এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকার। সেখানেও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। দু’দলই সমানে সমান। অবশেষে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে মাত্র এক গোলের ব্যবধানে  জয় পেয়ে চ্যম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের দল পিএসভিকে স্বাগত জানায় স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও গোলশূন্য স্কোরে কোনো পরিবর্তন না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ৮-৭ গোলের ব্যবধানে জয় পায় কোচ ডিয়াগো সিমিওনের শিষ্যরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম নকআউট পর্বের কোনো লড়াই দুই লেগই গোলশূন্য ড্রয়ে শেষ হলো।

টাইব্রেকার ভাগ্যে পিএসভির লুসিয়ানো নারসিঙ্গের শট ওপরের পোস্টে লেগে প্রতিহত হলে অ্যাটলেটিকোর হুয়ানফ্রানের সামনে আসে দলকে কোয়ার্টার-ফাইনালের তোলার সুযোগ। আর তা কাজে লাগিয়ে এই স্প্যানিশ ডিফেন্ডার ভিসেন্তে কালদেরনের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন।

টাইব্রেকারে পিএসভির মার্কো ফন, আন্দ্রেস গুয়ারদাদো, ডেভি প্রোপার, জেফ্রি ব্রুমা, হেক্টর মরেনো, ম্যাক্সিম লেসতিয়েনে, সান্তিয়াগো আরিয়াস লক্ষ্যভেদ করেন।

২০১৩-১৪ মৌসুমের রানার্সআপ অ্যাটলেটিকোর পক্ষে টাইব্রেকারে শট নেওয়া আন্তোনিও গ্রিজমান, গাবি, কোকে, সাউল নিগুয়েস, ফারনান্দো টরেস, হোসে হিমেনেস, হোসে ফিলিপে ও সবশেষে হুয়ানফ্রান ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com