সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : এবার টাকা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে পিঠিয়ে গুরুতর আহত করেছে কয়েকজন হিজড়া। বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রোয় মোড় এলাকায় ওই শিক্ষকের বাসার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার শিকার হলেন, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন। ঘাড় ও বাম হাতে গুরুতর আঘাত পান। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সহকারী অধ্যাপক কামাল হোসেনের স্ত্রী মোছা. নীলা খাতুন বলেন, টাকা চাইলে আমি ১০০টাকা দিই। কিন্তু তারপরও তারা আমার বাচ্চাকে কেড়ে নিয়ে যাচ্ছিলো। পরে আমার স্বামীকে তারা গুরুতর আহত করেছে।
এই ঘটানার পর ঘটনাস্থল থেকে তিন জন হিজড়াকে আটক করে নিয়ে যায় মতিহার থানা পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি