টার্মিনালে পুলিশ-শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৩

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৬

টার্মিনালে পুলিশ-শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৩

sayedabad-bus-terminal-onli
সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলী বাস টার্মিনালে পুলিশ সদস্যদের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পরিবহন শ্রমিক ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়- পরিবহন শ্রমিক নেতাদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার সকালে কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এসময় সরকারি একটি বাহিনীর গাড়িও অবরোধের মুখে পড়ে। গাড়িটি সামনের দিকে এগুতে চাইলে পরিবহন শ্রমিকরা বাধা দেন। একপর্যায়ে শ্রমিকরা মারমুখী হয়ে উঠলে সরকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ধাওয়া পাল্টা ধাওয়ার তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com