টি২০ বিশ্বকাপ খেলতে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৬

টি২০ বিশ্বকাপ খেলতে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা

4
স্পোর্টস ডেস্ক : আগামীকাল ৮ মার্চ নাগপুরে জিম্বাবুয়ে ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের খেলা শুরু হবে। বাংলাদেশ মাঠে নামবে ঠিক পরের দিন অর্থাৎ ৯ মার্চ ধরমশালায় নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাংলাদেশকে বাছাইপর্বে উত্তীর্ণ হতে হবে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ওমান, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড।

সেই লক্ষ্যে সোমবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহরা। সোমবার সকাল ৮ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন তারা।

বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতের উদ্দেশে জেট এয়ারওয়েজে করে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেন মাশরাফি বাহিনী। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবেন বাংলাদেশ ক্রিকেট দল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com