সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : কয়দিন আগেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। সেই নাসির হোসেনকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দলটি প্রকাশ করে। নাসির ছাড়াও এই দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
এর বাইরে দলে রাখা হয়েছে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে, তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান বিপিএলে অসাধারণ পারফরম্যান্সের তার দুজনি।
এদিকে মিঠুন প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন। ২০১৪ সালে আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
ঘরের মাঠে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সাত ক্রিকেটার এবার দলেই নেই। অবশ্য ২৭ জনের প্রাথমিক একাদশেও ছিলেন না, এনামুল হক বিজয়, শামসুর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মুমিনুল হক ও রুবেল হোসেন।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার রনি।
অপেক্ষমান : ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলী ও শুভাগত হোম চৌধুরী।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি