টি-টোয়েন্টি বিশ্বকাপ: দলে ফিরলেন নাসির

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দলে ফিরলেন নাসির

Manual2 Ad Code

Nasir

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক : কয়দিন আগেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। সেই নাসির হোসেনকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দলটি প্রকাশ করে। নাসির ছাড়াও এই দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

Manual3 Ad Code

এর বাইরে দলে রাখা হয়েছে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে, তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান বিপিএলে অসাধারণ পারফরম্যান্সের তার দুজনি।

Manual8 Ad Code

এদিকে মিঠুন প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন। ২০১‌৪ সালে আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

ঘরের মাঠে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সাত ক্রিকেটার এবার দলেই নেই। অবশ্য ২৭ জনের প্রাথমিক একাদশেও ছিলেন না, এনামুল হক বিজয়, শামসুর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মুমিনুল হক ও রুবেল হোসেন।

বাংলাদেশ  দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার রনি।

Manual6 Ad Code

অপেক্ষমান : ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলী ও শুভাগত হোম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code