টি-২০বিশ্বকাপ: ভারতে উড়াল দিলও নারী ক্রিকেট দল

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬

টি-২০বিশ্বকাপ: ভারতে উড়াল দিলও নারী ক্রিকেট দল

news_img
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ ভারতে উড়াল দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল গেছে ছেলেরা। সকাল সোয়া দশটার বিমানে দিল্লি হয়ে ব্যাঙ্গালুরুতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের দলটির। ১৫ মার্চ এখানেই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জাহানারা আলমের নেতৃত্বাধীন বাংলাদেশের মেয়েরা।

একই ভেন্যুতে ১৭ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০ ও ২৪ মার্চ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দুটি ১০ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে।

ছেলেরা বাছাই পর্ব খেলতে মাঠে নামছে কাল থেকে। নেদারল্যান্ডসের বিপক্ষে। বাকি দুটি ম্যাচ আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে, ১১ ও ১৩ মার্চ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com