সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৬
স্পোর্টস ডেস্ক: হংকং ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আজ। ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হবে ষষ্ঠ আসরের প্রথম খেলাটি। সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা আগামীকাল বুধবার। হিমাচল প্রদেশের ধর্মশালার এইচপিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। একইদিন দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড মুখোমুখি হবে ওমানের।
স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকাসহ এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রথম পর্যায়ে বাংলাদেশসহ ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। বাংলাদেশের সাথে ‘এ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। দুই গ্রুপের সেরা দু’টি দল ‘সুপার টেনে’ উঠবে। সুপার টেন পর্যায়ে ‘এ’ গ্রুপে রয়েছে, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও বি গ্রুপের সেরা দল। ‘বি’ গ্রুপের দলগুলো হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ‘এ’ গ্রুপের সেরা দল।
ভারতের নাগপুর, মোহালি, ধর্মশালা, বেঙ্গালুরুসহ ৭টি শহরে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল নয়াদিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৩০ মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩১ মার্চ মুম্বাইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বহু কাঙ্ক্ষিত ফাইনালটি হবে ভারতের প্রাচীনতম স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনসে ৩ এপ্রিল।
পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আয়োজিত আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এবার মোট দশটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা নারী ক্রিকেট দল। ‘বি’ গ্রুপের দলগুলো হলো বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ মার্চ উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যে। ফাইনাল ম্যাচটি হবে যথারীতি কলকাতার ইডেন গার্ডেনে ৩ এপ্রিল। উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১৩টি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি