টুইটারে সেক্স করার আগ্রহ প্রকাশ করলেন পুনম!

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৬

টুইটারে সেক্স করার আগ্রহ প্রকাশ করলেন পুনম!

download (3)

বিনোদন ডেস্ক : বলিউড ডিভা। প্রথমে মডেলিং, তারপর সিনেমায় অভিষেক। তেলেগু সিনেমায় বেশ নজর কাড়ার পর বলিউডেও পা রাখেন পুনম। খোলামেলা পুনমের ললনা-ছলনা কমবয়সীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ২০১১ সালে কিংফিশার ক্যালেন্ডার গার্লের ফোটোশ্যুটেও তাঁকে দেখা যায়। বাড়তে থাকে জনপ্রিয়তাও। কিন্তু যত বেশি জনপ্রিয় হয়েছেন ততই পড়েছেন বিতর্কে।

টুইটে একের পর এক খোলামেলা ছবি, ভারত বিশ্বকাপ জিতলে স্ট্রিপ ডান্স করার কথা, এই সব বিতর্কই পেজ থ্রিতে নিয়ে এসেছিল পুনম পাণ্ডেকে। এবার তিনি সেক্স করতে চান বলে টুইট। ক্যামেরার সঙ্গে সেক্সে আগ্রহী পুনম পাণ্ডে। আর এই টুইটে বিদ্রূপের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

I just wanna have sex with the camera 😉

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com