টেকনাফে ৫১ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে সাড়ে ৫১ হাজারের বেশি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন জেটি ঘাট এবং ১ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

আবুজার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে বিজিবির একটি টহল দল সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেইট এলাকায় অবস্থান নেন। দুজনকে উঠে আসতে দেখে থামার সংকেত দিলে তারা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালায়। ওই ব্যাগে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এরপর রাত সাড়ে ৯টার দিকে জেটি ঘাট এলাকা থেকে ১১ হাজার ৮২৭টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা আবুজার।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবা আসবে বলে খবর পেয়ে বিজিবি সদস্যরা জেটি ঘাটে অবস্থান নিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ৩/৪ জনকে আসতে দেখে থামার জন্য সংকেত দেন তারা।

এসময় পাচারকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে ধরে বিজিবি সদস্যরা। ওই দুজনের ব্যাগ থেকে ১১ হাজার ৮২৭টি ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com