টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে
রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছবি : সংগ্রহীত

সুরমা মেইল নিউজ : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবিলায় উপযোগী অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের আরো সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার (০৭ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

বক্তব্যে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে প্রকৌশলীদের তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে প্রযুক্তি ও প্রকৌশল জ্ঞানের বিকাশ ছাড়া আমাদের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত, উন্নত, আধুনিক বাংলাদেশ গঠনেও প্রকৌশলীদের ভূমিকা অত্যাবশ্যক বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি ইমারত নির্মাণে আইন মেনে চলতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। ইমারত নির্মাণে প্রকৌশলীদের দক্ষতার কথা তুলে ধরে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com