টেনিস তারকা সানিয়ার প্রেমিক হতে চান শাহরুখ

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

টেনিস তারকা সানিয়ার প্রেমিক হতে চান শাহরুখ

1468507211

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। পর্দায় রোমান্সের জন্য তিনি সকলের কাছে বেশি প্রিয়। প্রায় সব সিনেমাতেই তাকে প্রেমিক রূপে দেখা যায়। এবার ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার প্রেমিক হতে চান শাহরুখ।

সম্প্রতি সানিয়া মির্জার ওপর তার বাবা ইমরান মির্জার লেখা ‘এস অ্যাগেইনস্ট অডস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই তিনি সানিয়ার প্রেমিক হিসেবে অভিনয়ের ইচ্ছা ব্যক্ত করেন।

ফ্যান খ্যাত এ তারকা বলেন, সানিয়ার ওপর যদি সিনেমা নির্মাণ হয় তাহলে আমি তাতে আগ্রহী। তিনি যদি চান আমি তার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে চাই। তবে এটি নিশ্চিত আমি এটি প্রযোজনা করব।

তিনি আরো বলেন, খেলোয়াড় এবং নারীদের নিয়ে সিনেমা তৈরি আমি পছন্দ করি। আমি নিজে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছি। লগান ছিল অসাধারণ; ম্যারি কম সিনেমাও সুন্দর ছিল। এছাড়া ধোনিকে নিয়ে সিনেমা শিগগিরই মুক্তি পাচ্ছে। মিলখা সিংকে নিয়ে সিনেমা ছিল মনোমুগ্ধকর।

আগস্টে ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে আনন্দ এল রাই পরিচালিত সিনেমার কাজ শুরু করবেন। এছাড়া ২০১৭ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত সিনেমা রইস

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com