ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের দু’পা বিছিন্ন

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশের দু’পা বিছিন্ন

images

সুরমা মেইল নিউজ : মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর ঢালে পাথরবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয়েছেন দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল কোবাদ আলী ভুঁইয়া। এ সময় তার দেহ থেকে দু’পা বিছিন্ন হয়েছে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদরের ট্রাফিক পুলিশের সহকারী পরিদর্শক মো: শহীদ জানান, আজ সকালে একটি পাথরবাহী ট্রাক দায়িত্বে থাকা কোবাদ আলীর শরীরের ওপর উঠিয়ে দিলে কোবাদ আলীর দেহ থেকে পা দুটি আলাদা হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com