ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

images

সুরমা মেইল নিউজ : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার রসুলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহর আলী (২৫), তিনি লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। অপরজন অটোরিকশার চালক কালিহাতী উপজেলার মুক্তিযোদ্ধা আক্তার হোসেনে ছেলে সাদিকুল ইসলাম (৩৫)। হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত হয় আরও ৪ সিএনজি যাত্রী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যান। আহত অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com