ট্রাক কেড়ে নিলো একই পরিবারের ৬ প্রাণ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

ট্রাক কেড়ে নিলো একই পরিবারের ৬ প্রাণ

2016_05_05_15_00_30_cunEn59

সুরমা মেইল নিউজ : ময়মনসিংহ জেলার সদর উপজেলায় দ্রুতগতির ট্রাকচাপায় তিন নারী ও দুই শিশুসহ ৮ সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছে। নিহতদের ৬ জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (০৫ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সাংকিডাইল গ্রামের রাহেদ আলীর ছেলে উজ্জ্বল (২০), তার বোন শিরিন আখতার (৩০), শিরিনের দুই শিশু সন্তান, সিএনজি চালক সাদিকুল ইসলাম (৩০) ও মালিক আশারাদুল (২৮)। এছাড়া দুজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ময়মনসিংহ পুলিশ সুপার ময়নুল হক দুর্ঘটনাস্থল   পরিদর্শন করেছেন।

নিহত উজ্জ্বলের বোনজামাই আকবর আলী বাংলামেইলকে জানান- নিহতরা সবাই চিকিৎসার জন্য নেত্রকোণার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com