ট্রেনের ভেতর ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ আটক সেনা সদস্য

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

ট্রেনের ভেতর ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ আটক সেনা সদস্য

gono-dhorson_dhakareport_28900

সুরমামেইল. আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ট্রেনের ভেতর ১৪ বছর বয়সী কিশোরী কয়েকজন মাতাল সেনা সদস্যের গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত এক সেনাসদস্যকে আটক করেছে দেশটির পুলিশ। গত রবিবার রাতে মেয়েটিকে অর্ধ-অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে রেল পুলিশ।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী কলকাতার বাসিন্দা। হাওড়া থেকে অমৃতসরগামী টেনে সেনাসদস্যদের জন্য সংরক্ষিত কামরায় ওঠেন ওই কিশোরী। এ সময় তাকে জোরপূর্বক মদ্যপান করিয়ে চলন্ত ট্রেনে গণধর্ষণ করে তিন সেনাসদস্য।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, কামরাগুলো খুঁজতে খুঁজতে তল্লাশির দল এসে পৌঁছয় সংরক্ষিত সেনা কামরার সামনে। দরজা বন্ধ ছিল। খানিকটা ধাক্কাধাক্কি করে দরজা খুলতেই মেঝেতে পড়ে থাকতে দেখা যায় একটি মেয়েকে। এক জওয়ান তার কাছে ছিল। মেয়েটিকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল সে। মেয়েটির জ্ঞান ছিল না পুরো। ছবি মিলিয়ে দেখে জিআরপি এবং আরপিএফ নিশ্চিত হয়, এই কিশোরীকেই খুঁজছে তারা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com