ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে হেলমেট ও ফুল বিতরণ করেছে পুলিশ

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে হেলমেট ও ফুল বিতরণ করেছে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি :
সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীর সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যাবহারে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন জেলা ট্রাফিক বিভাগ।

 

জেলা ট্রাফিক বিভাগ এর আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এসময় মটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট ও প্রত্যেককে ফুল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ সহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com