ঠাকুরগাঁওয়ে ভোট প্রদানের ছবি তোলার অপরাধে আটক ১

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

ঠাকুরগাঁওয়ে ভোট প্রদানের ছবি তোলার অপরাধে আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে রোড বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রের গোপন কক্ষে ব্যালট পেপারের ছবি তোলার অভিযোগে মাসুদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) দুপুরে তাকে ওই কেন্দ্রে থেকে আটক করা হয়।

 

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার স্বপন কুমার কর্মকার জানান, ওই যুবক ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে প্রবেশ করে এবং সিল মারা শেষে ছবি তুলে বের হবার সময় পুলিশ সদস্যরা তাকে দেখতে পেলে মোবাইলসহ আটক করে। প্রিজাইডিং অফিসার আরো জানান উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
আটক মাসুদ তার দোষ স্বীকার করেছেন।

 

এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রানিশংকৈল উপজেলায় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। এই দুইটি উপজেলায় ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

 

রানীসংকৈল উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন ৪ জন

 

উপজেলা দুটির ২৫১ টি কেন্দ্রে ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন ভোটর ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com